দেশে কতো লোক বেকার তার সঠিক হিসেব নেই

নিজস্ব প্রতিবেদক

দেশে কতো লোক বেকার, আর কতো লোক কর্মসংস্থানে রয়েছে তার সঠিক হিসেব সরকারের কাছে নেই বলে সংশয় প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। সংস্থার বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, এর ফলে সরকার অন্ধকারে ঢিল মারছে।

সিপিডি আয়োজিত কর্মসংস্থান বিষয়ক এক ভার্চুয়াল সভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। ড. দেব প্রিয়র মতে, করোনার সময়ে দেশে বহু মানুষ বেকার হয়েছেন, প্রতি তিন তরুনের মধ্যে একজন বেকার।


আরও পড়ুন: দেশে ফিরে যা বললেন সাকিব!


 বেসরকারি বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থানের দুশ্চিন্তা দূর হবেনা বলেও জানান তিনি। এছাড়া সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ করেন বিভিন্ন জেলা থেকে যুক্ত এসএমই উদ্যোক্তারা।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর