কেন এতো দেরি হচ্ছে চূড়ান্ত ফলাফলের

কেন এতো দেরি হচ্ছে চূড়ান্ত ফলাফলের

নিবিড় আমীন

মার্কিন নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। কে হতে যাচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট, এখনো তা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না।

কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাকি রয়েছে ভোট গণনা। তবে কেন এতো দেরি হচ্ছে চূড়ান্ত ফলাফলের, সেই প্রশ্নই জাগছে অনেকের মনে।

এদিকে বৃহস্পতিবার এক সম্মেলনে কয়েকটি রাজ্যে আবারও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।  

চূড়ান্ত ফলাফলের জন্য এখনো অপেক্ষার পালা। এমন ধরণের উত্তেজনার ভোট বহুদিন দেখেনি বিশ্ব।

ভোটগ্রহণের তিনদিন পেরিয়ে গেলেও,ফলাফলের বদলে মাত্র বোঝা যাচ্ছে ফলের গতিপ্রকৃতি। এমন ধরণের ভোট গণনা ইতিহাসে নজিরবিহীন।

গণনা এখনো শেষ না হওয়ার অন্যতম কারণ হলো আগাম ভোট। যুক্তরাষ্ট্রের ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ হরে ভোট পড়েছে এবার।

আর ১৬ কোটি ভোটের মধ্যে রেকর্ডসংখক ১১ কোটি ব্যালটই এসেছে আগাম ভোট হিসেবে। যার মধ্যে ছয় কোটি হলো ডাক যোগে আসা ভোট।

আর সেগুলো গুনতেই লেগে যাচ্ছে অধিক সময়। আবার ব্যালটের বৈধতার ক্ষেত্রে একেক রাজ্যের বিধান একেকরকম হওয়াতেও দেখা দিচ্ছে বিলম্ব।

এদিকে, বৃহস্পতিবার হোয়াইটহাউজের এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আবারও তুলেছেন ভোটে কারচুপির অভিযোগ।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের এক শহরে নতুন মেয়র কুকুর!


সরাসরি কোনো প্রমান ছাড়া তিনি আবারও বলেন, বৈধ ভোট গোনা হলে সহজেই জয় হবে তার।

 আপনারা এরইমধ্যে জানেন যে, আমি কিছু নির্দিষ্ট রাজ্যের দাবি করছি আর অন্যদিকে একই দাবি বাইডেনেরও। তবে শেষপর্যন্ত এটাই মনে হচ্ছে কোর্টের বিচারকদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।

এরইমধ্যে জর্জিয়া, পেন্সিল্ভেনিয়াতে ভোট গণনা বন্ধে মামলা করেছে তার শিবির। উইসকনসিনে ভোট পুনর্গননা দাবি জানিয়েছে রিপাবলিকানরা।

ফিলাডেলফিয়ায় ভোট গণনা পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে তার দল। নেভাডাতেও ভোট কারচুপির অভিযোগ তুলে মামলা করেছে ট্রাম্প শিবির। কারিগরি ত্রুটিসহ বিভিন্ন কারণে শুক্রবারের আগে চূড়ান্ত ফল প্রকাশ হবেনা নেভাডার।

অন্যদিকে, সকল ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। শেষপর্যন্ত তাকেই প্রেসিডেন্ট হিসেবে পাবে যুক্তরাষ্ট্র , এমনটাই জানিয়েছেন তিনি।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর