বাংলাদেশের ড্রেসিংরুমে ভাঙচুর, তদন্ত চলছে

বাংলাদেশের ড্রেসিংরুমে পরে থাকা কাচ।

বাংলাদেশের ড্রেসিংরুমে ভাঙচুর, তদন্ত চলছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ- শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে টাইগারদের ড্রেসিং রুমের সামনে ভাঙা কাচের গুড়া পড়ে থাকতে দেখা গেছে। এটিকে ভাঙচুরের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এমনটি জানিয়েছে শ্রীলঙ্কান পত্রিকা ‘কলম্বো গেজেট’। তবে কে বা কারা ড্রেসিং রুমে ভাঙচুর করেছে তা জানায়নি।

বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, ম্যাচ শেষে খেলোয়াড়রা ড্রেসিংরুমে বাড়তি উল্লাস করতে গিয়ে এর কাচের দরজাটি ভেঙে যায়। এটা একেবারেই অনিচ্ছাকৃত। মনে হতে পারে বাংলাদেশ দল তো অপরাধ করে থাকলেও আড়াল করার চেষ্টা করবে। যদিও এই বিষয়টি ম্যাচ রেফারি ক্রিস ব্রডেরও নজরে এসেছে।

তিনি সিসিটিভি ফুটেজ দেখেছেন। বাংলাদেশ দলের আপ্যায়নে নিযুক্ত সেখানে থাকা কর্মীদের সাক্ষ্য নিয়েছেন। দরজা ভাঙার জন্য বাংলাদেশ দলের একজন খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ব্রডেরও মনে হয়েছে, এই ঘটনা ইচ্ছাকৃত কিছু নয়। নেহাত দুর্ঘটনাবশত ঘটে গেছে। তিনি আরও বিস্তারিত ফুটেজও চেয়ে পাঠিয়েছেন। আইসিসি এ ব্যাপারে এখনো কিছু বলেনি। তবে শনিবার এ ব্যাপারে আইসিসি কোনো বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো বলছে, ড্রেসিং রুমের ভেতর থেকে কেউ ভেঙে থাকতে পারে। জয়ের কারণে ‘অতি উচ্ছাস’ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।  
 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর