আমাদের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না: বাইডেন

আমাদের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না: বাইডেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘কেউ আমাদের গণতন্ত্রকে আমাদের কাছে থেকে কেড়ে নিতে পারবে না। এখন নয়, কখনোই নয়। ’

জো বাইডেন এক টুইটে এ কথা বলেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিন বাইডেন একাধিক টুইট করেছেন। একটি টুইটে তিনি সব ভোট অবশ্যই গণনা করতে হবে বলে উল্লেখ করেন।

আরেকটি টুইটে বাইডেন উল্লেখ করেন, প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধ করতে আদালতে যাচ্ছেন। ভোট গণনা নিয়ে ট্রাম্পের দাবির বিপক্ষে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন বাইডেন।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোট নেওয়া হয়। তার আগেই বিপুলসংখ্যক ভোটার ডাকযোগে ও সরাসরি কেন্দ্র হাজির হয়ে আগাম ভোট দেন।

সব ভোট গণনা শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি ভোট গণনা নিয়ে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ করে চলছেন। তিনি তাঁর জয় নিশ্চিত করতে আদালতেরও শরণাপন্ন হয়েছেন।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট অর্জনের পথে এগিয়ে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সর্বশেষ ফলাফলে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪, আর ট্রাম্পের ২১৪।

news24bd.tv কামরুল