প্রাইভেটকারে নিউজ টোয়েন্টিফোরের স্টিকার ব্যবহার করে মাদক পাচার: গ্রেপ্তার ২

প্রাইভেটকারে নিউজ টোয়েন্টিফোরের স্টিকার ব্যবহার করে মাদক পাচার: গ্রেপ্তার ২

মো. হৃদয় খান, নরসিংদী

ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্রের স্টিকার স্বমলিত প্রাইভেটকার ব্যবহার করে মাদক পাচারের সময় নরসিংদীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যবসায়ীরা নিজেদের সাংবাদিক দাবি করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। পরে গাড়ি তল্লাসি চালিয়ে ৩১২ ক্যান নিষিদ্ধ ঘোষিত বিয়ার উদ্ধার করে।

সেই সাথে মাদক কারবারিতে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের কালীগঞ্জ থানার মোহাম্মদ আলীর ছেলে চোরাকারবারি চক্রের সদস্য মো. শাহআলম মোল্লা ওরফে আলম (৪৫) এবং ভোলার দৌলতখান এলাকার মো. হানিফ মিয়ার ছেলে জুয়েল (৩৪)।

news24bd.tv

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার নিউজ টোয়েন্টিফোরকে জানায়, গ্রেপ্তার শাহ আলম আন্তঃজেলা মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর