ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রচারণা এখন তুঙ্গে

তৌহিদ শান্ত

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রচারণা এখন তুঙ্গে। ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের অন্যায়ের প্রতিবাদ জানাতে ভোটারদের আহ্বান জানাচ্ছেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।


আরও পড়ুন: পাখি শিকার ও বিক্রির অপরাধে চার জনকে কারাদণ্ড


অভিযোগ করছেন, তার প্রচারণায় বাধা দিচ্ছে ক্ষমতাসীনেরা। অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান বলছেন, স্থানীয় জনগন তার পক্ষে বরং এস এম জাহাঙ্গীরকে বিএনপির স্থানীয় নেতারাই অবাঞ্ছিত ঘোষণা করেছে।

শুক্রবার জুমা নামাজের পর উত্তরা ৯ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারনা শুরু করেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

দলের একাধিক কেন্দ্রীয় নেতাদের নিয়েই শুরু করেন মিছিল। এর আগে অভিযোগ করেন, ধানের শীষের পক্ষে জনগনের উচ্ছ্বাসে ভয় পেয়ে বিএনপির প্রচারনা বানচালে প্রতিনিয়ত নানা ফন্দি আঁটছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান প্রচরনা শুরু করেন দক্ষিণ খান থেকে আশকোনা হজ্জ্ব ক্যাম্প এলাকা পর্যন্ত।

মিছিল নিয়ে লিফলেট বিলি করতে করতে সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন আশকোনায়। বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরাই এস এম জাহাঙ্গীরের পাশে নেই।

গেল ৫ দিনে অন্তত ৩ দিন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে দলের স্থানীয় নেতারাই প্রতিবাদ মিছিল বের করে। বৃহ্স্পতিবার বিকেলে মশাল মিছিলও বের করে অর্ধ শতাধিক নেতাকর্মী। আগামী ১২ নভেম্বর এ উপনির্বাচনের ভোট।  

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর