মাস্ক না পরলে জেল

মাস্ক না পরলে জেল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হতেই খুলনায় বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্লাটফর্মে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, আজ সোমবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে।

একই সঙ্গে খুলনার সকল উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে।

করোনা কালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়।

সভায় খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা অংশ নেন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর