আল্লামা শফীসহ ১১ বিশিষ্টজনের নামে সংসদে শোক প্রস্তাব

আল্লামা শফীসহ ১১ বিশিষ্টজনের নামে সংসদে শোক প্রস্তাব

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।

সংসদের এ বিশেষ অধিবেশনে সদ্য প্রয়াত হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ ১১ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।


আরও পড়ুন: হুমকি-ধমকি দিয়ে গলফ খেলতে গেলেন ট্রাম্প


স্পিকার যাদের নামে শোক প্রস্তাব উপস্থান করেন তারা হলেন, বিশিষ্ট আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, সিনিয়র আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল হাসনাত, সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামসুল হক তালুকদার প্রমুখ।

এরপর প্রয়াতদের রুহের মাকফেরাত কামনা করে আল্লাহতায়ালার দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

news24bd.tv কামরুল