তেঁতুলিয়ায় তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়ায় তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর পূর্বে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: ওয়াগন থেকে এখনো ঝরছে তেল, সংগ্রহের প্রতিযোগিতায় স্থানীয়রা


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের ও সারাদেশের  মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

টানা ৩ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।  

news24bd.tv নাজিম