র‌্যাব দেখে কোটি টাকা জানালা দিয়ে ফেলার চেষ্টা, অতঃপর

র‌্যাব দেখে কোটি টাকা জানালা দিয়ে ফেলার চেষ্টা, অতঃপর

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চান্দ গাঁ আবাসিক ব্লক-বি এলাকা থেকে শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনাকে (২৮) আটক করেছে র‌্যাব-৭।  

সোমবার (৯ নভেম্বর) ভোরে ওই এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।  

চট্টগ্রাম র‌্যাব-৭ অধিনায়ক মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব লে. মো. আলী আশরাফ তুষার নেতৃত্বে নগরীর চান্দ গাঁ আবাসিক ব্লক-বি এলাকায় অভিযানে নামে র‌্যাব সদস্যরা।  

news24bd.tv


আরও পড়ুন: অবশেষে হোম অব ক্রিকেটে সাকিব


এসময় মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা দম্পতি তখন ওই বাড়িতে অবস্থান করছিলো।

র‌্যাবের অবস্থান টের পেয়ে ঘরের জানালা দিয়ে টাকা ফেলে দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু র‌্যাব সদস্যরা তাদের দরজা খুলতে বাধ্য করে। পরে ঘরে ডুকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে  ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ নগদ এক কোটি ১৭ লাখ এক হাজার ৫০০টাকাও উদ্ধার করা হয়।

news24bd.tv

চট্টগ্রাম র‌্যাব-৭ এর লে. মো. আলী আশরাফ তুষার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মো. শওকত ইসলাম ও মোরজিনা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে।

একই সাথে মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv নাজিম