হেমন্তেন মৃদু বাতাসে দোলা খাচ্ছে বোরো ও আমন ধান

হেমন্তেন মৃদু বাতাসে দোলা খাচ্ছে বোরো ও আমন ধান

রিপন হোসেন, যশোর

যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান কৃষিপণ্য বোরো ও আমন ধান। কৃষি বিভাগের হিসাব মতে চলতি বছর এ অঞ্চলের আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে।

সেখানে আবাদ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ শ’ হেক্টর জমিতে। চাষিরা জানান, ধার-দেনা করে স্বপ্নের ফসল ফলিয়েছে।

এখন সেই ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।  


আরও পড়ুন: চট্টগ্রামে ২১ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা


হেমন্ত মানেই হিম হিম কুয়াশা। আর এই কুয়াশার চাদর ভেদ করে উকি দিচ্ছে সকালের সোনারোদ। শিশিরের ভারে হেলে পড়ছে ধানের শিষ।

হেমন্তেন মৃদু বাতাসে দোলা খাচ্ছে ফসলের মাঠ। সাথে সাথে কৃষকের স্বপ্নও ঝিলিক দিচ্ছে। চোখে মুখে আনন্দের ছাপ। গোলায় উঠবে নতুন ধান। তাই স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষাণ-কৃষাণি।

কৃষি বিভাগের হিসাব মতে চলতি বছর এ অঞ্চলের আমনের আবাদ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ শ’ হেক্টর । যা লক্ষমাত্রার চেয়েও সাড়ে ৫ হাজার হেক্টর বেশি।

তবে সার, শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ার কারণে ধানের ন্যায্য বাজার দর নিয়ে শঙ্কার কথা জানালেন কৃষকেরা।  

প্রতিকূল আবহাওয়া সত্বেও এবছর রেকর্ড পরিমান ধানের উৎপাদন হয়েছে। ধানের দামও ভাল হবে বলে আশা কৃষি কর্মকর্তার সদর উপজেলা কৃষি অফিসার, শেখ সাজ্জাদ হোসেন।

সরকার চাষিদের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ধানের সঠিক দাম নিশ্চিত করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর