হোম অব ক্রিকেটে সাকিব আল হাসান

হোম অব ক্রিকেটে সাকিব আল হাসান

আরিফুল ইসলাম

নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার হোম অব ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার বিপ টেস্ট দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য চার ক্যাটাগরিতে ভাগ করা হবে খেলোয়াড়দের। তাই সবার ফিটনেসের প্রতি নজর রাখছে বিসিবি।

 

দিনের হিসেবে ৩৭৭ দিন পরে মুক্ত বিহঙ্গ ফিরে এলো তার আপন ঠিকানায়। সাকিব আল হাসান, ক্রিকেট আর মিরপুর শেরেবাংলা যেন এক সুতোয় গাঁথা।  

নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার হোম অব ক্রিকেটে। স্পিন ঘূর্ণি তোলার অপেক্ষায় ২২গজের পোস্টার বয়।

 
শেরেবাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা; পুরোটা সময় সাকিবকে ফ্রেম বন্ধী করতে যত প্রচেষ্টা।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। কথা ছিলো প্রথম দিনই অংশ নেবেন সাকিব আল হাসান।

কিন্তু বিপ টেস্টে ভালো করতে দিনদুয়েক সময় নিয়েছেন এই অলরাউন্ডার। সকালে এসেই সেরে নিলেন জিম সেশন। বুধবার বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে বিপ টেস্ট দিবেন নাম্বার ৭৫।  


আরও পড়ুন: মিরপুরে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা শুরু


এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে থাকছে না কোন আইকন ক্রিকেটার। ড্রাফটে চার ক্যাটাগরিতে ভাগ করা হবে খেলোয়াড়দের।

যেখানে এ ক্যাটাগরিতে জায়গা পাচ্ছেন পাঁচজন। ফিটনেস টেস্টের উপরও অনেকটা নির্ভর করছে ক্রিকেটারদের ক্যাটাগরি।   

 করোনা আক্রান্ত হলেও মাহমুদউল্লাহ’র নাম থাকছে ড্রাফটে। তার সেরে উঠার অপেক্ষায় বিসিবি।

news24bd.tv তুষার

 

সম্পর্কিত খবর