মুর্তজা বশীরের সত্তর বছরের শিল্প সাধনা নিয়ে প্রদর্শনী

মুর্তজা বশীরের সত্তর বছরের শিল্প সাধনা নিয়ে প্রদর্শনী

সুকন্যা আমীর

ড্রইং, ছাপচিত্র, জলরং, তেলরং, মিশ্র মাধ্যম, ম্যুরাল নিয়ে কাজ করলেও তেলরঙেই সমধিক সিদ্ধি চিত্রশিল্পী মুর্তজা বশীরের। স্বাতন্ত্র এ শিল্পীর সত্তর বছরের শিল্প সাধনা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন বেঙ্গল ফাউন্ডেশন।

দেয়াল, শহিদ-শিরোনাম, পাখা, রমণী, কালেমা তৈয়বার মতোন অনেকগুলো সার্থক চিত্রমালার শিল্পী মুর্তজা বশীর।

news24bd.tv

তেলরঙেই তার সমধিক সিদ্ধি।

শক্তিশালী ড্রইং, রঙের সুমিত ব্যবহার এবং সমাজ চেতনায় উদ্দীপ্ত দৃষ্টিভঙ্গি শিল্পী হিসাবে তাঁকে দিয়েছে আশ্চর্য এক স্বাতন্ত্র। বাংলাদেশের শীর্ষ এ চিত্রশিল্পীর প্রায় সত্তর বছরের শিল্প সাধনা নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে প্রদর্শনী। যার শিরোনাম মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন।

news24bd.tv


আরও পড়ুন: আবারো র‌্যানসমওয়্যারের হানা: ঝুঁকিতে আর্থিক খাত


সাহিত্য ও ইতিহাস নিয়েও নিরলস গবেষণা করেছেন মুর্তজা বশীর।

তাই প্রদর্শনীতে রাখা হয়েছে তার ব্যক্তিগত সংগ্রহে থাকা কিছু বিরল চিত্রকর্ম, ক্যাটালগ ও আলোকচিত্র। বৈচিত্র্যময় এই প্রদর্শনী চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।

news24bd.tv আহমেদ