বিজয় ঘোষণা না হওয়া পর্যষন্ত অভিনন্দন নয়: চীন–রাশিয়া

বিজয় ঘোষণা না হওয়া পর্যষন্ত অভিনন্দন নয়: চীন–রাশিয়া

নিবিড় আমীন

নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষমতায় আছেন আর মাত্র ২ মাস ১০ দিন। তার পদত্যাগ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যেও বিভক্তি এখন স্পষ্ট।

এরইমধ্যে নিজের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত করে শেষ মুহূর্তে আবারও নিজের উপস্থিতির জোরালো প্রমান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষমতা ধরে রাখতে মামলার পথেই অনড় রয়েছেন পরাজিত এ নেতা।

এদিকে, আনুষ্ঠানিকভাবে বিজয় না ঘোষণা হওয়া পর্যন্ত বাইডেনকে অভিনন্দন জানানো হবে না বলে জানিয়েছে চীন ও রাশিয়া।

প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও এখনও খাতা- কলমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর এবার তার উপস্থিতির জোরালো প্রমান দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারকে বরখাস্ত করে।

সোমবার এক টুইটবার্তায় বরখাস্তের তথ্য নিশ্চিত করেন ট্রাম্প।

এতদিন তার সাথে কাজ করার জন্য ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সেই সাথে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে মনোনীত করেছেন ক্রিস্টোফার সি মিলারকে।
শুধু তাই নয়, নির্বাচনে পরাজয় না মানার মধ্য দিয়ে মার্কিন গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়ায় যে পরিস্থিতি তৈরি করেছেন তা এখনও বহাল রেখেছেন ট্রাম্প।

কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের পরিকল্পনা অব্যাহত রেখেছে তার শিবির। ক্ষমতা ফিরে পেতে সবমিলিয়ে দশটি মামলা করতে পারেন ট্রাম্প।

অবশ্য অঙ্গরাজ্যগুলোর স্থানীয় রিপাবলিকান নেতারা ভোট কারচুপি বা জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন।  
তবে, করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা রিক ব্রাইটকেই নিজের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


আরও পড়ুন: ট্রাম্পকে পরাজিত মনে করেন না প্রথম স্ত্রী ইভানা


এরইমধ্যে নিজের প্রশাসনে যেসব বিজ্ঞানী ও গবেষকরা কভিড-19 এর মোকাবিলায় অংশগ্রহন করবেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।  

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলেও বাইডেনকে এখনও অভিনন্দন জানায়নি রাশিয়া ও চীন। আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা না হওয়া পর্যন্ত তারা অভিনন্দন জানাবেন না বলে জানিয়েছে রয়টার্স।

আর সে কারণেই আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় রয়েছে বেইজিং ও ক্রেমলিন।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর