আইপিএল-এ দেয়া ট্রফির দাম কত জানেন?

আইপিএল-এ দেয়া ট্রফির দাম কত জানেন?

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় টি-টুয়েন্টির আসর আইপিএল। এই টুর্নামেন্টের প্রথম আসর থেকেই গ্ল্যামার ও অর্থের ছড়াছড়ি। যেখানে মাঠের ক্রিকেটে যেমন থাকে উত্তেজনা, তেমনি খেলার বাইরেও উপভোগ করার অনেক কিছু।

করোনাভাইরাসের কারণে এবার রুদ্ধদ্বার গ্যালারিতে হয়েছে আইপিএলের পুরো আসর।

তাতে গ্ল্যামারে ঘাটতি দেখা দিয়েছে খানিক। কিন্তু অর্থের ঝনঝনানি কমেনি একটুও।

চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সকে দেয়া ট্রফির দাম ২০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ কোটি টাকা।

ফাইনালে দিল্লি ক্যাপিট্যালসকে ৫ উইকেটে হারানোর মাধ্যমে নিজেদের পঞ্চম শিরোপা জেতার পাশাপাশি এবারের ২০ কোটি রুপির চ্যাম্পিয়ন প্রাইজমানিও জিতেছে তারাই।


আরও পড়ুন: দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চম শিরোপা জিতলো মুম্বাই


ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরে প্রথমবার আইপিএল রানার্সআপ হওয়া দিল্লি পেয়েছে সাড়ে ১২ কোটি রুপির চেক। এছাড়া প্লে-অফ থেকে বাদ পড়া দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন দুইটি ৮ কোটি ৭৫ লাখ রুপির চেক।

এর বাইরে আরও ৭টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে ১০ লাখ রুপি করে পুরস্কার। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছে রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক