আইপিএল-এ কোন খেলোয়ার কি পুরস্কার পেলেন?

আইপিএল-এ কোন খেলোয়ার কি পুরস্কার পেলেন?

অনলাইন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম আসর থেকেই গ্ল্যামার ও অর্থের ছড়াছড়ি। মাঠের খেলায় ভালো করলে বড় অঙ্কের অর্থ পুরস্কার তো নিশ্চিতই!

শুধু ফাইনাল ম্যাচেই দেয়া হয়েছে ৫১ কোটি ৩ লাখ রুপির অর্থ পুরস্কার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫৮ কোটি টাকা। ব্যক্তিগত ও দলীয়ভাবে দেয়া হয়েছে এ পুরস্কার।

চলুন দেখে নেয়া যাক এবারের আইপিএল-এ কোন খেলোয়ার কি পুরস্কার পেলেন। আর কে বা সেরা তালিকায় জায়গা করে নিলেন।


আরও পড়ুন: আইপিএল-এ দেয়া ট্রফির দাম কত জানেন?


ফাইনালে দেয়া পুরস্কার তালিকা

ম্যান অব দ্য ফাইনাল - ট্রেন্ট বোল্ট (৫ লাখ রুপি)
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন - দেবদূত পাড্ডিকাল (১০ লাখ রুপি)
ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন - জোফরা আর্চার (১০ লাখ রুপি)
গেমচেঞ্জার অব দ্য সিজন - লোকেশ রাহুল (১০ লাখ রুপি)
সুপারস্ট্রাইকার অব দ্য সিজন - কাইরন পোলার্ড (১০ লাখ রুপি)
সর্বোচ্চ ছক্কা - ইশান কিশান (১০ লাখ রুপি)
পাওয়ারপ্লেয়ার অব দ্য সিজন - ট্রেন্ট বোল্ট (১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ উইনার - কাগিসো রাবাদা (১০ লাখ রুপি)
অরেঞ্জ ক্যাপ উইনার - লোকেশ রাহুল (১০ লাখ রুপি)
ফেয়ারপ্লে এওয়ার্ড - মুম্বাই ইন্ডিয়ানস (অর্থ পুরস্কার নেই)
চতুর্থ স্থান - রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)
তৃতীয় স্থান - সানরাইজার্স হায়দরাবাদ (৮.৭৫ কোটি রুপি)
রানার্সআপ - দিল্লি ক্যাপিট্যালস (১২.৫০ কোটি রুপি)
চ্যাম্পিয়ন - মুম্বাই ইন্ডিয়ানস (২০ কোটি রুপি)

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক