আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৯২ হাজার প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে

আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৯২ হাজার প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর কারণে এপ্রিল মাসে বন্ধ করে দেয়ার পর কুয়েতে সীমিত আকারে বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছিলো আগস্ট মাসে। সে সময় থেকে আট নভেম্বর পর্যন্ত একশ দিনের মধ্যে এক লাখ ৯২ হাজার যাত্রী কুয়েতে প্রবেশ করেছে।  

এই যাত্রীদের বেশিরভাগ নিষিদ্ধ ৩৪টি দেশের প্রবাসী, যারা দুবাই ও ইস্তাম্বুল হয়ে কুয়েতে প্রবেশ করেছে। নিষিদ্ধ ৩৪টি দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা আছে, তবে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই পরিকল্পনার বাস্তবায়ন।


আরও পড়ুন: মার্চ-এপিলে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন


অন্যদিকে আরেকটি খবরে নিষিদ্ধ  ৩৪ টি দেশ থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট ২০২১ সালের ৩১ জানুয়ারী এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখার খবর প্রকাশিত হয়েছে। সর্বশেষ তথ্যমতে কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৩২ হাজার ৪৭৮ জন। আর কুয়েতের নাগরিক সহ বিভিন্ন দেশের প্রবাসীসহ মোট প্রাণহানি হয়েছে ৮১৬ জনের।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক