কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- নাম- মো. আফনান নূর (১৪) ও মো. মুস্তোহাফ অংকন (১০)। বুধবার দুপুর দেড়টার দিকে শহরের তবলছড়ি কেরানী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের কেরানী পাহাড় এলাকায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি আঞ্চলের প্রধান বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম ছেলে আফনান নূর ও বন কর্মচারীর লিয়াকত আলীর ছেলে মো. মুস্তোহাফ এর সাথে সাইকেলে ঘুরতে বের হয়।

দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার কারণে তাদের স্বজনরা তাদের খুঁজতে বের হয়। কোথাও খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় রাঙামাটি কোতয়ালী থানায় ও ফায়ার সার্ভিসকে। পরে কাপ্তাই হ্রদের পাশে তাদের সাইকেল দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের পানিতে খুঁতে নামে।

ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাদের দুই জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে তাদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় দীর্ঘ সময় হ্রদের পানিতে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রাকভর্তি সীসা ছিনতাই, সিসিটিভি ফুটেজে ধরা ছাত্রলীগ নেতা রিমান্ডে

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত দুই শিশুর মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। ময়নাতদন্তের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। থানায় মামলও হয়নি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর