বেতিয়ারার বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বেতিয়ারার বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

১৯৭১ সালের ১১ নভেম্বর মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক দিন। সেদিন দেশপ্রেম ও আত্মদানের এক অমর অধ্যায় রচিত হয়েছিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায়। পাকিস্তানি বাহিনীর সাথে ন্যাপ-কমিউনিস্ট পার্টি -ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর কয়েক ঘণ্টা ধরে চলা সম্মুখ সমরে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেন বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন বীর গেরিলা যোদ্ধা।

বেতিয়ারা যুদ্ধে শহীদ হন  সিরাজুম মুনীর, নিজাম উদ্দিন আজাদ, মো. শহীদুল্লাহ, বশির মাস্টার, আব্দুল কাইয়ুম, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন, কাদের মিয়া, সফিউল্লাহ।

news24bd.tv

বীর যোদ্ধারা বেতিয়ারার শ্যামল মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়ে এক অমর বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছিলেন। বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আজ বেতিয়ারা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিপিবির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম সহ নেতৃবৃন্দ, সিপিবি নোয়াখালী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী জেলা কমিটির পক্ষ থেকে জেলার নেতৃবৃন্দ।

খেলাঘর কেন্দ্রীয় কমিটির পক্ষ শহীদ উদ্দিন বাবুলের নেতৃত্বে নেতৃবৃন্দ।

নোয়াখালী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী জেলা কমিটির পক্ষ থেকে জেলার নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন জেলা কমিটির পক্ষ নেতৃবৃন্দ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর