ড্রাফটে কে কোন গ্রেডে দেখে নিন

ছবি- বিসিবি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ড্রাফটে কে কোন গ্রেডে দেখে নিন

অনলাইন ডেস্ক

চলতি মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বসতে চলেছে প্লেয়ার্স ড্রাফট। টাইগারদের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান খেলায় ফিরছেন এই টুর্নামেন্ট দিয়েই। মাঠে দেখা যেতে পারে মাশরাফী বিন মুর্তজাকেও।

বুধবার সন্ধ্যায় ১০৮ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে বিসিবি। যারা গেল তিনদিন  ফিটনেস টেস্ট দিয়েছে মিরপুর হোম অব ক্রিকেটে। তাদের সবাই অংশ নিতে পারবেন ড্রাফটে।  

‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চার ক্যাটাগরি থেকে থাকা খেলোয়াড়দের নিজেদের করে নিতে পারবে পাঁচ দল।

 

টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে চলা দলগুলো হচ্ছে, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা, গাজী গ্রুপ চট্টগ্রাম।

ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘এ’ গ্রেডে থাকা খেলোয়াড়দের মূল্য ১৫ লাখ টাকা। ১০ লাখ টাকা করে দিতে হবে ‘বি’ গ্রেডে থাকাদের। ‘সি’ ও ‘ডি’ গ্রেডের খেলোয়াড়দের মূল্য যথাক্রমে ছয় ও চার লাখ টাকা।  

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,‘আমরা ফিটনেস টেস্ট শেষ করেছি। যাদের নাম দিয়েছিলাম তাদের সবারই টেস্ট নেয়া হয়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেসের মান খুবই খারাপ। তাদের ড্রাফট থেকে বাদ দেয়া হয়েছে। প্রায় ৯০ ভাগ খেলোয়াড় ভালো অবস্থায় রয়েছেন। যা আমাদের মানদণ্ড ছিল। ’

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরতে চলা সাকিব আল হাসান রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। ফিট সাকিব প্রস্তুত ব্যাট-বলের জাদু দেখাতে।

‘সাকিব আল হাসান আজ টেস্ট করেছেন। আমাদের মান অনুযায়ী কাছেই রয়েছেন তিনি। ফিটনেস ট্রেনাররাও তার ফিটনেস নিয়ে সন্তুষ্ট। আশাকরি খেলোয়াড়রা এই প্রক্রিয়ায় থাকলে পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে। ’ যোগ করেন মিনহাজুল আবেদিন নান্নু।  

ইনজুরির কারণে তালিকায় না থাকলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফিট হতে পারেন মাশরাফী বিন মুর্তজা।

প্রধান নির্বাচক বলেন, ‘মাশরাফির হ্যামিস্ট্রং ইনজুরি আছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাকে পাওয়া যাবে। তখন কোনও দল চাইলে তাকে নিতে পারবে। আশা করি খুব তাড়াতাড়ি খেলায় ফিরবেন তিনি। আমরা একটি মেমো করে দিচ্ছে একাধিক দল তাকে নিতে চাইলে সেক্ষেত্রে লটারি করা হবে। যদি একটা দল চায় তাহলে সরাসরি যুক্ত হতে পারবেন। ’

দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে রয়েছে যারা

গ্রেড এ 
মুশফিকুর রহিম- উইকেট রক্ষক, মাহমুদ উল্লাহ- অলরাউন্ডার, সাকিব আল হাসান- অলরাউন্ডার, তামিম ইকবাল ব্যাটসম্যান, মুস্তাফিজুর রহমান- পেসার

গ্রেড  বি
লিটন দাস উইকেট রক্ষক, ইমরুল কায়েস- ব্যাটসম্যান, মোহাম্মদ মিঠুন- ব্যাটসম্যান, সৌম্য সরকার- ব্যাটসম্যান, মেহেদী হাসান মীরাজ -অল রাউন্ডার, মোহাম্মদ সাইফুদ্দিন পেসার, মো: শফিউল ইসলাম- পেসার, আবু জায়েদ চৌধুরী রাহি- পেসার, মো. আল আমিন হোসেন (সিনিয়র)- পেসার, নাজমুল হোসেন শান্ত- ব্যাটসম্যান, রুবেল হোসেন পেসার, কাজী নুরুল হাসান সোহান- ব্যাটসম্যান উইকেট রক্ষক, তাসকিন আহমেদ পেসার, এস কে মাহাদী হাসান-অল রাউন্ডার, আফিফ হোসেন ধ্রুব- অল রাউন্ডার, নাইম শেখ- ব্যাটসম্যান, মোসাদ্দেক হোসেন সৈকত- ব্যাটসম্যান, ইরফান শুক্কুর- ব্যাটসম্যান, মুমিনুল হক- ব্যাটসম্যান, তাইজুল ইসলাম স্পিনার, নাঈম হাসান-স্পিনার

গ্রেড সি
হাসান মাহমুদ- পেসার, সাব্বির রহমান- ব্যাটসম্যান, আবু হায়দার রনি বোলার - পেসার, এনামুল হক বিজয় -ব্যাটসম্যান, জাহিরুল ইসলাম- উইকেট রক্ষক, ফরহাদ রেজা- অল রাউন্ডার, ফজলে মাহমুদ রাব্বি -ব্যাটসম্যান, ইয়াসির আলী রাব্বি -ব্যাটসম্যান, রনি তালুকদার- ব্যাটসম্যান, সুমন খান পেসার, সুনজামুল ইসলাম - স্পিনার, কামরুল ইসলাম রাব্বি পেসার, আমিনুল ইসলাম বিপ্লব- লেগ স্পিন, শামসুর রহমান-ব্যাটসম্যান, মো. শহিদুল ইসলাম পেসার, সৈয়দ খালেদ আহমেদ পেসার, এবাদত হোসেন পেসার, সাইফ হাসান  ব্যাটসম্যান, জাকের আলী অনিক-উইকেট রক্ষক, মেহেদী হাসান রানা- পেসার, আরাফাত সানি- স্পিনার, রিশাদ হোসেন- লেগ স্পিনার, নাসুম আহমেদ - স্পিনার


আরও পড়ুন: অবৈধ সম্পদের অভিযোগে ফাঁসছেন আরও ২০ এমপি


গ্রেড ডি
তানজিদ হাসান তামিম-ব্যাটসম্যান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন-ব্যাটসম্যান, শাহাদাত হোসেন দিপু-ব্যাটসম্যান / অফ স্পিনার, শামীম পাটোয়ারী ব্যাটসম্যান / অফ স্পিনার, মো. আকবর আলী ব্যাটসম্যান উইকেটরক্ষক, তানভীর ইসলাম -স্পিনার, মো. হাসান মুরাদ-পেসার, আল আমিন জুনিয়ার-ব্যাটসম্যান / অফ স্পিনার, মিনহাজুল আবেদীন আফ্রিদি লেগ স্পিন, মাহিদুল অঙ্কন -উইকেটরক্ষক, মোহাম্মদ মৃত্তুঞ্জয় চৌধুরী নিপুণ-অলরাউন্ডার, মাহমুদুল হাসান জয়-ব্যাটসম্যান রেজাউর রহমান -পেসার, নোমান চৌধুরী সাগর-পেসার, রকিবুল হাসান (সিনিয়র)-ব্যাটসম্যান, রকিবুল হাসান-স্পিনার, মোহাম্মদ শাহিন আলম-পেসার, তৌহিদ হৃদয়-ব্যাটসম্যান, মো. মকিদুল ইসলাম মুগ্ধ-পেসার, শফিকুল ইসলাম-পেসার
শরিফুল ইসলাম-পেসার, আরিফুল হক-পেসার, রুবেল মিয়া-ব্যাটসম্যান, শাহরিয়ার নাফিস আহমেদ-ব্যাটসম্যান, জুনায়েদ সিদ্দিক-ব্যাটসম্যান, সোহরাওয়ার্দী শুভ-স্পিনার, শুভাগত হোম চৌধুরী-ব্যাটসম্যান, সালাউদ্দিন শাকিল-পেসার , সাজ্জাদুল হক রিপন-ব্যাটসম্যান, মোহর শেখ অন্তর-বোলার, শাখাওয়াত হোসেন সায়মন-লেগ স্পিনার, ইফতেখার সাজ্জাদ রন- অফ স্পিনার, নাজমুল ইসলাম অপু-স্পিনার, সাদমান ইসলাম-ব্যাটসম্যান, সঞ্জিত সাহা-অফ স্পিন, মনির হোসেন খান-স্পিনার, নুর হোসেন সাদ্দাম-পেসার, সাজিদুল ইসলাম-পেসার, এনামুল হক (জুনিয়র)-স্পিনার, অভীশেক-মিত্র ব্যাটসম্যান, নাদিফ চৌধুরী-ব্যাটসম্যান।

এমডি আবদুল মজিদ-ব্যাটসম্যান, জিয়াউর রহমান-অলরাউন্ডার, মুক্তার আলী-অলরাউন্ডার, মো. জাকির হাসান-উইকেট রক্ষক, মোহাম্মদ আশরাফুল-ব্যাটসম্যান, দেলোয়ার হোসেন-পেসার, তানভীর হায়দার খান-ব্যাটসম্যান, মেহেদী মারুফ -ব্যাটসম্যান, রবিউল হক-পেসার, মিজানুর রহমান-ব্যাটসম্যান, আবদুল হালিম-পেসার, নাঈম ইসলাম (সিনিয়র)-ব্যাটসম্যান, মো. নাঈম ইসলাম (জুনিয়র)-স্পিনার, সালমান হোসেন-অলরাউন্ডার, হোসেন আলী-পেসার, জুবায়ের হোসেন লিখন -লেগ স্পিনার, রাহাতুল ফেরদৌস জাভেদ-স্পিনার, পিনাক ঘোষ ব্যাটসম্যান, আসিফ হাসান-স্পিনার, ফারদিন হোসেন অনি-ব্যাটসম্যান, রবিউল ইসলাম রবি-স্পিন, আবদুর রাজ্জাক-স্পিনার, জাবেদ হোসেন-উইকেট রক্ষক, নিহাদ-উজ-জামান -স্পিনার, হাবিবুর রহমান জনি-অলরাউন্ডার, মোহাম্মদ হাসানুজ্জামান-ব্যাটসম্যান, আবু সায়েম-ব্যাটসম্যান, সালমান হোসেন-অলরাউন্ডার, তাইবুর রহমান পারভেজ-অলরাউন্ডার, মাহমুদুল হাসান লেবু-অলরাউন্ডার, মো. জসিম উদ্দিন ব্যাটসম্যান ইমরান আলী-পেসার, মোহাম্মদ শরিফুল্লাহ-অলরাউন্ডার।  

মৈশুকুর রহমান রিয়াল-ব্যাটসম্যান, রাকিন আহমেদ-ব্যাটসম্যান, ইফরান হোসেন-পেসার, জয়রাজ শেখ-ব্যাটসম্যান, শফিউল হায়াত হৃদয়-ব্যাটসম্যান, মেহরাব হোসেন জসি-অলরাউন্ডার, আলি আহমেদ মানিক-পেসার, রায়হান উদ্দিন অলরাউন্ডার, শাহবাজ চৌহান-পেসার, আজমির আহমেদ-ব্যাটসম্যান, সুজন হাওলাদার-পেসার, শাহনূর রহমান-অলরাউন্ডার, আলিস আল ইসলাম-স্পিনার, শাকিল হোসেন-উইকেট রক্ষক, মাসুম খান-অলরাউন্ডার, টিপু সুলতান-স্পিনার, মো. রাকিব-ব্যাটসম্যান, মাসুম খান টুটুল-ব্যাটসম্যান, মো. রুহেল মিয়া-পেসার, মো. সৈকত আলী-ব্যাটসম্যান, আলাউদ্দিন বাবু-অলরাউন্ডার, নাহিদুল ইসলাম-অলরাউন্ডার, আহমেদ সাদিকুর রহমান- ব্যাটসম্যান, মো. নুরুজ্জামান-ব্যাটসম্যান, 

শেনাজ আহমেদ- অলরাউন্ডার, ইমরানুজ্জামান উইকেট রক্ষক, আরাফাত সানি (জুনিয়র) ব্যাটসম্যান, তৌহিদুল ইসলাম রাসেল-পেসার, আনিসুল ইমন-অলরাউন্ডার, মেহেদী হাসান (অনূর্ধ্ব ১৯) পেসার, রনি চৌধুরী অফ স্পিনার, রবিন দাস ব্যাটসম্যান, ইয়াসির আরাফাত মিশু পেসার ও সাদিকুর রহমান-ব্যাটসম্যান।

news24bd.tv কামরুল