বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নেপাল দলে করোনার হানা

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নেপাল দলে করোনার হানা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে আসার আগেই নেপাল দলের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার ঢাকায় অবস্থানকালে নতুন করে একজন করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: মায়ের মৃত সংবাদে দেখতে এসে মারা গেলেন দুই মেয়ে


তিনি বলেন, ‘কাল (মঙ্গলবার) বাংলাদেশ-নেপাল দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনা টেস্ট করানো হয়। বাংলাদেশ দলের সবাই নেগেটিভ। নেপালের শুধু একজন পজেটিভ হয়েছেন। ’

ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা জানান, বর্তমানে সুস্থই আছেন সফরকারী দলের ওই সদস্য।

তবে ঝুঁকি না নিয়ে ওই খেলোয়াড়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। তাই তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী শুক্রবার ও মঙ্গলবার বসতে চলেছে বাংলাদেশ-নেপাল ম্যাচ।

ম্যাচ দুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করেছে বাফুফে। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ম্যাচগুলো ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০’ নামকরণ করা হয়েছে।

 news24bd.tv কামরুল