মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধতা দেওয়ার ঘোষণা দিল মালয়েশিয়া সরকার।   বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন।

তিনি বলেন, অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। একটি নিজ নিজ দেশে ফিরে যাওয়া এবং অন্যটি পুনঃস্থাপন প্রক্রিয়ায় বৈধকরণ।

১৬ নভেম্বর ২০২০ থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় কাজলের রোমান্টিক মেজাজ

এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনও তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনও প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশটিতে বিভিন্নভাবে আসা এবং এসে অবৈধ হয়ে যাওয়া সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ইন্দোনেশিয়ার।

এরপরের স্থানে রয়েছে বাংলাদেশিরা।

কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা, মৃতদেহ পুনরায় দাফন

এর আগে মালয়েশিয়া সরকারের দেওয়া রিয়ারিং প্রোগ্রাম পরেও বৈধ হতে ব্যর্থ হন অনেক প্রবাসী বাংলাদেশিরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর