ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে হাবিব

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে হাবিব

অনলাইন ডেস্ক

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। ২১৭ কেন্দ্রের মধ্যে ১৫০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থীর চেয়ে ৪০ হাজার ২৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।

১৫০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকের মোহাম্মদ হাবিব হাসান পেয়েছেন ৪৪ হাজার ১৪ ভোট। আর বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৮০ ভোট।

ফলে আওয়ামী লীগের প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত।


আরও পড়ুন:  ঢাকা-১৮ উপনির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিব


নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।

এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি।   

news24bd.tv কামরুল