স্বাধীনতা না এলে আজকের স্বাবলম্বী বাংলাদেশ হতো না: সায়েম সোবহান

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় তিনি ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

পরে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। সায়েম সোবহান আনভীর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা আসতো না, আর স্বাধীনতা না এলে আজকের স্বাবলম্বী বাংলাদেশ তৈরি হতো না। বর্তমানে বড় শিল্প গোষ্ঠী কিংবা ব্যবসায়ী তৈরির ভিত জাতির পিতা দিয়ে গেছেন বলেও মত দেন তিনি।

এসময় তার সাথে কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বসুন্ধরার সাথে দীর্ঘ দিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের।

আগামী দিনেও কর্মসংস্থান তৈরিতে একসাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি জানান অগ্রণী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলাম।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর