ঢাবির সোনালী ব্যাংক শাখার ৭ জন করোনা আক্রান্ত

ঢাবির সোনালী ব্যাংক শাখার ৭ জন করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখার সাত কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার রাতে ঢাবি প্রক্টর এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শ্রেণি কক্ষের প্রত্যক্ষ শিক্ষণ-শিখন কার্যক্রম।

কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খোলা হবে সে বিষয়েও নেই কোনো নিশ্চয়তা। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করতে পারেনি ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ যাতায়াত।

আর বহিরাগতদের যত্রতত্র স্বাস্থ্যবিধি ভঙ্গের কারণে ক্যাম্পাসে বেড়েছে করোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা। ফলে এবার বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত রোধ ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে কঠোর অবস্থানে প্রশাসন।

প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, এখন থেকে ক্যাম্পাসে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। আপনারা কেউ মাস্ক ছাড়া ক্যাম্পাসে আসবেন না।

তিনি আরো বলেন, শুধু সোনালী ব্যাংকেই সাত জন করোনায় আক্রান্ত। পুরো বিশ্ববিদ্যালয়ে এর প্রকৃত সংখ্যাটা বের করার চেষ্টা করছি।

সম্পর্কিত খবর