জয় পায়নি আর্জেন্টিনা, ব্রাজিলের কী হবে?

জয় পায়নি আর্জেন্টিনা, ব্রাজিলের কী হবে?

অনলাইন ডেস্ক

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হোঁচট খেয়েছে ফেবারিট দল আর্জেন্টিনা। শুক্রবার ভোরে নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। ফলে এখন এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হয়েছে ব্রাজিলের সামনে।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল।

এই ম্যাচটি জিতলেই আর্জেন্টিনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে এক ম্যাচ কম খেলা ব্রাজিলের সংগ্রহ ৬ পয়েন্ট। ভেনেজুয়েলার বিপক্ষে জিতলে পূর্ণ ৯ পয়েন্ট হয়ে যাবে তিতে শিষ্যদের।

ঘরের মাঠে এ লক্ষ্যেই খেলতে নামবেন হেসুস, ক্যাসেমিরোরা।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে নিজেদের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকারকে ফিরিয়েছে ব্রাজিল। তবে দলের কোচ তিতে জানিয়েছেন, এই ম্যাচে অ্যালিসন নামবেন না। বরং এডারসনকে দিয়ে গোলকিপিং সামাল দেবেন তিনি।

পেরু ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে ওয়েভারটন ছিলেন ব্রাজিলের গোলবারের নিচে। তখন কাঁধের ইনজুরিতে দলের বাইরে ছিলেন এলিসন আর এডারসনকে দুই ম্যাচের পুরোটা সময় কাটাতে হয়েছে বেঞ্চে বসে। এবার এডারসনকে সুযোগ দিয়ে অন্য দুইজনকে বাইরে রাখলেন তিতে।

ইনজুরির সমস্যা আরও আছে ব্রাজিল শিবিরে। প্রাথমিকভাবে শুধুমাত্র ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছিলেন নেইমার জুনিয়র। তবে সবশেষ খবর হলো, উরুগুয়ের বিপক্ষে পরের ম্যাচটিও খেলা হবে না তার। এছাড়া করোনা পজিটিভ হওয়ার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেনিনোও বাদ পড়েছেন স্কোয়াড থেকে।


আরো পড়ুন: লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু


ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), রেনান লোদি (অঅ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস)

ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।

news24bd.tv কামরুল