ট্রাম্পের সমালোচনায় মুখর ওবামা

ট্রাম্পের সমালোচনায় মুখর ওবামা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যদের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জালিয়াতির এ দাবি গণতন্ত্রকে ক্ষুন্ন করেছে বলে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তিনি।

ওবামা জানান, নির্বাচনটিতে স্পষ্টভাবেই জিতেছেন জো বাইডেন। দুই খন্ডে প্রকাশ হতে যাওয়া এ সাক্ষাৎকারের প্রথম পর্ব আগামী ১৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।

মার্কিন সিনেট থেকে শুরু করে তার প্রথম মেয়াদে হোয়াইট হাউজে থাকার সময়কালের ব্যাপারে স্মৃতিকথা থাকছে তার সাক্ষাৎকারে।

বারাক ওবামা বলেন, ট্রাম্প হারতে পছন্দ করছেন না বলেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে। অন্য রিপাবলিকান কর্মকর্তারাও সবকিছু ভালোভাবে জেনে বুঝেও ট্রাম্পের সঙ্গে গলা মিলাচ্ছেন। আর এই কারণেই আরও সমস্যা বোধ করছি আমি।

আরও পড়ুন: নারীর চিৎকার শুনে বাস থামানোর সংকেত দেয় পুলিশ

এতে শুধু নতুন প্রেসিডেন্ট বাইডেনকে অবজ্ঞাই করা হচ্ছে না, অবহেলা করা হচ্ছে গণতন্ত্রকেও। যা বিপদজনক।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর