‘সিনিয়র সহকারী পুলিশ সুপার শিপনের স্ত্রীর কর্মস্থানের ব্যবস্থা করা হবে’

‘সিনিয়র সহকারী পুলিশ সুপার শিপনের স্ত্রীর কর্মস্থানের ব্যবস্থা করা হবে’

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর

নিহত সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করীম শিপনের স্ত্রীকে সম্মানজনক পদে কর্মস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান । বিকেলে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তারা পরিবার লোকজনকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও বলেন, মানষিক রোগের জন্য তার পদোন্নতি হয়নি এমনটা সঠিক নয়। আইনি প্রক্রিয়ার কারণে তার পদোন্নতি হয়নি।

বেঁচে থাকলে যথাসময়ে তা হয়ে যেতে।

আরও পড়ুন: রাশিয়ার ১০০ কোটি টাকা অনুদানের ফাঁদে প্রতারণা

এসময় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার লুৎফুল কবীর, র‌্যাব-৪ এর সি.ও মোজাম্মেল আহমেদ, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জুয়ারদারসহ পুলিশের ঊধর্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর