কর দিন মিনি কর মেলায়

কর দিন মিনি কর মেলায়

সুলতান আহমেদ

করমেলা না হলেও থেমে নেই কর আদায়। প্রায় প্রতিটি কর অঞ্চলে চলছে মিনি মেলার আয়োজন। ৩১ নভেম্বরই শেষ হচ্ছে আয়কর রির্টান জমা দেয়ার সময়সীমা। মেলার মতোই কোন হয়রানি ছাড়া এক জায়গায় সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজস্ব কর্মকর্তারাও।

করোনা পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে নিরাপদ দুরত্ব।  

২০১০ সাল থেকে শুরু হয় করমেলা। টানা দশ বছর ধরে আয়োজিত মেলা করদাতাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুন করদাতাদের ভীড় দেখা যায় একই ছাদের নিচে সব সেবা নিতে।

গেলো বছর রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে করমেলা।

মহামারি করোনা অবশ্য বাধ সেধেছে এবারের মেলা আয়োজনে। তবে তাতে কি? সাধারণ করদাতাদের কথা মাথায় রেখে কর অঞ্চলগুলো ঠিকই প্রস্তুতি নিয়েছে মেলার মতো করে। রাজধানীর সেগুনবাগিচায় দেখা গেলো কয়েকটি কর অঞ্চলের অধিনে সুসজ্জিত মিনি মেলা চলছে। করদাতাদের উপস্থিতি কম হলেও নেই হয়রানির অভিযোগ।

আরও পড়ুন:


পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন শ্রীলেখা

এবার জনসমক্ষে সেনাকর্মীর হাত ধরে মেলানিয়া


নভেম্বরের ৩০ তারিখেই শেষ হচ্ছে রিটার্ন জমার সময়সীমা। এই সময়ে অন্য বছরের মতোই কর আদায়ের প্রত্যাশা করছেন কর কমিশনাররা। মিনি মেলায় করদাতাদের ভালো সাড়া পাচ্ছে বলেও জানান অঞ্চল-১ এর কর কমিশনার বদিউল আলম।  

জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব বলছে, চলতি বছরের প্রথম চার মাসে মোট কর আদায় হয়েছে ৬৬,৫৫৫ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিলো ৮৭,০০১ কোটি টাকা। করোনার সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কমলেও গেলো বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১.১৪ শতাংশ। তবে নভেম্বর শেষে কর আদায়ে প্রবৃদ্ধি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক