এএসপি হত্যা: ৪ পরিচালকসহ ১২ আসামি গ্রেপ্তার

এএসপি হত্যা: ৪ পরিচালকসহ ১২ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

‘জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যা মামলায় মাইন্ড এইড হাসপাতালের চার পরিচালকসহ ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া দুই পরিচালক অসুস্থ থাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ’

‘গ্রেপ্তারকৃত ১২ জন হলেন-নিয়াজ মোর্শেদ (পরিচালক), ফতেমা তুজ যোহরা ময়না (পরিচালক), আরিফ মাহমুদ জয় (ম্যানেজার ও পরিচালক) ও রেদোয়ান সাব্বির (কোঅর্ডিনেটর ও পরিচালক) মাসুদ (কিচেন সেফ), তানভির হাসান (ফার্মাসিস্ট), জোবায়ের হোসেন (ওয়ার্ড বয), তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, মোহাম্মদ লিটন হাসান ও সাইফুল ইসলাম পলাশ।

আরও পড়ুন: 


আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: পরিবার

অবস্থার আরও অবনতি, লাইফ সাপোর্টেও সাড়া দিচ্ছেন না সৌমিত্র

ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার চাপ আসছে: ইমরান খান


শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহীদুজ্জামানএসব তথ্য জানান।

এ ঘটনায় সরাসরি সংশ্লিষ্ট ১০ জনকে মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) নিয়াজ মোর্শেদকে নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে ফতেমা তুজ যোহরা ময়নাকে গ্রেপ্তার করা হয়।

news24bd.tv কামরুল