সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ৩ ছাত্রলীগ নেতা আটক

সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ৩ ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক

টায়ারে আগুন দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০টি পর্যটকবাহী গাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দীঘিনালা ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।   

রোববার সকালে খাগড়াছড়ির জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের নিয়ে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:


মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী

সময় কাটানোর জন্য ধোনি বেছে নিল মুরগি পালনের কাজ


আটকরা হলেন- অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্ত। এদের মধ্যে অপু চৌধুরী নতুন ঘোষিত কমিটির সহসভাপতি, দীঘিনালা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল চক্রবর্তী (বাবু), আমানুর রহমান শান্ত নতুন ঘোষিত কমিটির দফতর সম্পাদক।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা তিনজনকে আটক করেছি। আমরা অবরোধকারীদের সরিয়ে দিয়েছি।

news24bd.tv কামরুল