খাতুনগঞ্জের আড়তেই পচছে পেঁয়াজ

খাতুনগঞ্জের আড়তেই পচছে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

বেশ কিছুদিন থেকেই পেঁয়াজের বাজারে আগুন। এখনও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজের বাজার বেশি। বেশি দামের আশায় পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেছে তারা।

তবে এবার তাদের মাথায় হাত পড়েছে।  

দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের আড়তে অনেক পেঁয়াজে পচন ধরেছে। কিছু পেঁয়াজ নামমাত্র মূল্যে বিক্রি করা গেলেও বাকি পেঁয়াজ রাতের আধারে ফেলে দেয়া হচ্ছে ভাগাড়ে।

ব্যবসায়ীরা জানান, অনেক পেঁয়াজ আমদানিকারক এখন লোকসান দিচ্ছেন।

সমুদ্র পথে পেঁয়াজ আমদানি শুরুর মাসে আড়তদারেরা আমদানিকারকের লোকজনের কাছে ধন্না দিত। এখন উল্টো আমদানিকারকের লোকজন আড়তে আড়তে এসে ধন্না দিচ্ছে পেঁয়াজ রাখার জন্য।


আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব আইইডিসিআরে পজিটিভ, পুলিশ হাসপাতালে নেগেটিভ


মিয়ানমারের কিছু পেঁয়াজ দিয়ে গাছ বেড়িয়ে গেছে। তুরস্কের কিছু পেঁয়াজ নিম্নমানের পড়েছে। আবার কিছু রেফার (শীততাপ) কনটেইনারে বৈদ্যুতিক গোলযোগ বা বৈরী আবহাওয়া, কনটেইনার খোলার পর খোলামেলা, বাতাস চলাচলের জায়গায় না রাখাসহ নানা কারণে পচন ধরেছে। এসব পেঁয়াজ নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে। যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো দুর্গন্ধ ছড়ানোর আগেই ফেলে দেওয়া হচ্ছে সিটি করপোরেশনের আবর্জনার গাড়িতে। সব মিলে লোকসানের শেষ নেই ছোট ছোট আমদানিকারকের।

news24bd.tv আহমেদ