ডেঙ্গু কেড়ে নিল জাবি ছাত্রের প্রাণ

ডেঙ্গু কেড়ে নিল জাবি ছাত্রের প্রাণ

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র রঞ্জিত দাস। রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

 

জানা যায়, জন্ডিসের লাস্ট স্টেজে ছিল রঞ্জিত। সাথে ডেঙ্গু জ্বরের প্রকোপে আশঙ্কাজনক হারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সাথে তার কিডনিতে মেজর কিংবা মাঝারি ধরনের প্রবলেম হয়েছে।

রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সংস্কৃতিমনা এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা।

সূত্র- বিডি প্রতিদিন

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর