ডেঙ্গুতে প্রাণ গেলে জাবি ছাত্রের

ডেঙ্গুতে প্রাণ গেলে জাবি ছাত্রের

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রনজীত দাস চৌহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রনজীত দাস বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রনজীতের গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১


পারিবারিক সূত্রে জানা যায়, রঞ্জিতের জন্ডিস হয়েছিল। সঙ্গে ডেঙ্গুজ্বরও ছিল। আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল।

  সেই সঙ্গে তার কিডনিতেও সমস্যা ছিল।  

রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সংস্কৃতিমনা এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী।

news24bd.tv আহমেদ