সল্প পরিসরে রাজধানীতে নবান্ন উৎসব

সল্প পরিসরে রাজধানীতে নবান্ন উৎসব

সুকন্যা আমীর

শীতের আগমনকে স্বাগত জানাতে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজন করা হয় নবান্ন উৎসব ১৪২৭। সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তিতে মুখোরিত হয় কফি হাউজ চত্ত্বর। করোনা মহামারির কারণে এক ঘেয়ে কিংবা হতাশা কাটাতে, রাজধানীর বুকে এমন আয়োজন মন্দ নয় বলে জানান দর্শকরা।

news24bd.tv

চারদিকের মৃদু হিম বাতাস জানান দিচ্ছে শীতের আগমন বার্তা।

তাকে স্বাগত জানাতেই শিল্পকলা একাডেমির কফি হাউজ চত্ত্বরের মুক্তমঞ্চে এ আয়োজন।

news24bd.tv

যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় নবান্ন উৎসব ১৪২৭। এরপর একে একে পরিবেশিত হয় সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি।


আরও পড়ুন: এশিয়া প্যাসিফিক চুক্তিতে নেই বাংলাদেশ, ক্ষতির আশঙ্কা


জনসমাগম করোনা সংক্রমণের অন্যতম কারণ হতে পারে, তবুও এমন আয়োজনের কারণ জানালেন আয়োজকরা।

ব্যস্ততা, এক ঘেয়ে কিংবা হতাশা কাটাতে, রাজধানীর বুকে এমন আয়োজন মন্দ নয়, জানালেন অংশ নেয়া দর্শকরা।

২২তম এ নবান্ন উৎসবের উদ্যোগ নেয় জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর