করোনায় কেমন আছে জার্মান প্রবাসীরা?

করোনায় কেমন আছে জার্মান প্রবাসীরা?

আশরাফুল হক আকাশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে জার্মানীতে চলছে আংশিক লকডাউন। আর এই দেশটিতেই কমপক্ষে ২৩ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস, যাদের কেউ কেউ কর্মজীবি আর কেউবা শিক্ষার্থী। করোনার এমন সংকটে কেমন আছেন সেখানের প্রবাসীরা? সংকটকালে কিভাবে কাটছে পরিবারগুলোর সময়?  

ইউরোপের অন্যান্য দেশের মত জার্মানীতে বসবাসরত প্রবাসীরাও আছেন মরণঘাতী করোনার নানা সংকটে। দেশটিতে বসবাসরত অনেক পরিবারের কর্মযোগ্য মানুষগুলো করোনায় হারিয়েছেন চাকরি।

শিক্ষার্থীরাও রয়েছেন বিপাকে।

তবে করোনায় কিছুটা মন্দের ভালো হয়ে এসেছে প্রবাসী কিছু পরিবারে। ২৫ বছর ধরে বার্লিন প্রবাসী তুষার আহমেদ ও রোকসানা আহমেদ তিন সন্তান নিয়ে উৎকন্ঠায় দিন কাটলেও, সবাইকে নিয়ে একসাথে থাকতে পেরে খুশি তারা।


আরও পড়ুন: বিগ ব্যাশে খেলতে পারবে না সাকিব


মহামারীতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

ক্লাস করতে হচ্ছে অনলাইনে। পরিবারের মানুষগুলোর সঙ্গে একসাথে সুন্দর সময় কাটালেও, এসবের মাঝেও দুশ্চিন্তা থাকে, কবে আবার দেশের স্বজনদের টাকা পাঠানো পারবেন। এইসব রেমিটেন্স যোদ্ধারা আশায় আছেন, সংকট কেটে গিয়ে আবারো মুখর হবে তাদের প্রবাস জীবন।

news24bd.tv আহমেদ