নারী শুটার রজনীর চোখ অলিম্পিকে

সাতক্ষীরার মেয়ে শুটার তৌফিকা সুলতানা রজনী।

নারী শুটার রজনীর চোখ অলিম্পিকে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাতক্ষীরার মেয়ে শুটার তৌফিকা সুলতানা রজনীর চোখে এখন স্বপ্ন অলিম্পিক খেলার। এজন্য সামনের খেলাগুলো পার করতে হবে তাকে। সেই প্রত্যাশা নিয়েই তার এগিয়ে চলা।

সাতক্ষীরার কৃতি সন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার সৌম্য, মোস্তাফিজ যেমন ক্রিকেট অঙ্গনে বিশ্ব কাঁপিয়েছে, বিশ্ব নারী ফুটবলে মাঠ কাপিয়েছে তারকা খেলোয়ার সাবিনা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার রজনীও বিশ্ব কাঁপাতে চায় শুটিং নৈপুণ্যে।

সাতক্ষীরার রাইফেল ক্লাবেই হাতে খড়ি হয়েছিল রজনীর। তারপর একে একে পেরিয়েছেন নানা ধাপ। এখন তার স্থায়ী ঠিকানা আর্মি শুটিং এসোসিয়েশন।

শহরের কামাননগরের মেয়ে রজনী এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। সামনের দিনগুলো শুটিংয়েই কাটাতে চান তিনি।  
রজনী তার নৈপুণ্যের জোরে ২০১৫ সালে বেইজিং স্পোর্টস  ইউনিভার্সিটিতে ২৩ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন রাইফেল শুটিংয়ে। একই সালে বাংলাদেশ স্পোর্টস শুটিং ফেডারেশনের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে লাভ করেছেন রৌপ্য পদক। এবার হামিদুর রহমান থার্ড ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশীপেও তিনি পেয়েছেন দ্বিতীয় স্থান। ১০ মিটার এয়ার রাইফেল (মহিলা) প্রতিযোগিতায় তিনি এবারও জিতেছেন রৌপ্য পদক। এখন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনে নিয়মিত শুটার হিসাবে অনুশীলন করছেন রজনী।

রজনী বলেন, আমার স্বপ্ন অলিম্পিক খেলার। এই প্রত্যাশায় ভর করে আছি। সেই স্বপ্নমাখা চোখ নিয়েই এগিয়ে যাচ্ছি।

(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)

সম্পর্কিত খবর