বিদ্যুৎ কেন্দ্রে আগুন, সিলেট বিভাগ অন্ধকারে

বিদ্যুৎ কেন্দ্রে আগুন, সিলেট বিভাগ অন্ধকারে

অনলাইন ডেস্ক

সিলেটে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে দুটি ট্রান্সফার্মার। তবে আগুনের সুত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো সিলেট বিভাগ। এতে দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কুমারগাঁও বিদ্যূৎকেন্দ্রে আগুন লাগে। প্রথমে ২০ মেগাওয়াট গ্রিডে আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পরে ২২৫ মেগাওয়াট গ্রিডে।

এখানে অন্তত ১০টি ট্রান্সফার্মার থাকলেও আগুনে পুড়ে গেছে দুটি।   

আরও পড়ুন:


হোটেল লেকশোরে ভ্যাট গোয়েন্দার অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ

 মানুষের মাথার খুলি কঙ্কাল পাচার হতো ভারতেও


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপ পরিচালক কোবাদ আলী সরকার।  

এ ঘটনার পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সিলেট বিভাগ। এতে দুর্ভোগে পড়েছে সিলেটবাসী। এ উপকেন্দ্র কখন চালু এবং বিদ্যু পরিস্থিতি স্বাভাবিক হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি সংশ্লিষ্টরা।  
সিলেটে কুমারগাঁও এলাকার এই বিদ্যুৎ কেন্দ্র ৩৩ কেভির।

news24bd.tv কামরুল