সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সশস্ত্র  এই নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় তার সঙ্গে থাকবেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন  বুধবার এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, সাকিবের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও।

সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে। তার বাসা থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গান ম্যান সাকিবের সঙ্গে থাকবেন।


আরও পড়ুন: লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি (ভিডিও)


এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক।

রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট 'Mohsin Talukdar' থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি।

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন তিনি।

news24bd.tv নাজিম