সাকিবের গানম্যান নিয়োগ নিয়ে ফেসবুকে হৈচৈ

সাকিবের গানম্যান নিয়োগ নিয়ে ফেসবুকে হৈচৈ

নিজস্ব প্রতিবেদক

সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৮ নভেম্বর) সকালে সাকিব মিরপুরে আসেন অনুশীলন করতে। সে সময় তার সঙ্গে সেই গানম্যানকে দেখা যায়।  

আর এই গানম্যান নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টের ঢেউ আছড়ে পড়ে।

রাকিবুল ইসলাম খোকন নামের একজন কমেন্টে লিখেছেন-  "সাকিবকে বয়কট করেছি অনেক আগেই সেই গানম্যান নিয়ে বসে থাকুক সমস্যা নাই ??"news24bd.tv

আরও পড়ুন: 


সাকিবের সেই পূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল!

সাকিবের ক্ষমা চাওয়ায় লজ্জা পেলাম

সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ


তার সেই কমেন্টের জবাবে শান্ত আকাশ নামের আইডি থেকে লিখেছেন- "তাতে সাকিবের বয়েই গেল"

মোহাম্মদ ফারুক আহমেদ লিখেছেন- "নিরাপত্তা কোন দেশি ভারতের নাকি"

মোহাম্মদ হিমেল লিখেছেন- "যখন সাকিব বল করবেন গানম্যান কি তার সাথেই থাকব"

গানম্যানের শারীরিক গঠন নিয়েও ঠাট্টা-বিদ্রুপ করেছেন কেউ কেউ৷ মোহাম্মদ খান লিখেছেন- "গানম্যানের যে অবস্থা আমার মনে হয় গানম্যান কে হাত ধরে হাঁটতে হবে"

জাহিদ হাসান লিখেছেন- "গানম্যানকে বাঁচাতে আরও একটা গানম্যান লাগবে"

news24bd.tv কামরুল