লাদাখকে চীনের অংশ বলায় ভারতের হুঁশিয়ারি, ক্ষমা চাইল টুইটার

মীনাক্ষী লেখি

লাদাখকে চীনের অংশ বলায় ভারতের হুঁশিয়ারি, ক্ষমা চাইল টুইটার

অনলাইন ডেস্ক

মানচিত্রে লাদাখকে চীনের অংশ দেখিয়ে বিতর্কের ঝড় তুলেছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তারপর ভারত সরকারের কড়া হুঁশিয়ারির পর ক্ষমা চেয়েছে সংস্থাটি। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ভুল শুধরে নেওয়া হবে বলেও জানিয়েছে টুইটার।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্লামেন্টারি প্যানেলের প্রধান মীনাক্ষী লেখি জানিয়েছেন, মানচিত্রে লাদাখকে চীনের অংশ হিসেবে দেখানোর জন্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছে টুইটার।

যাতে সই করেছেন সংস্থাটির চিফ প্রাইভেসি অফিসার ড্যামিয়েন ক্যারিয়েন।  

আরও পড়ুন: 


সাকিবের সেই পূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল!

সাকিবের ক্ষমা চাওয়ায় লজ্জা পেলাম

সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ


মনে করা হচ্ছে, ভারত-চীন সংঘাতের আবহে ভুল মানচিত্র নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। আর সেই কথা খুব স্পষ্টভাবে টুইটার কর্তৃপক্ষের কাছে জন্যে দেওয়া হয়েছিল। এছাড়া, নেটিজেনদের তুমুল নিন্দার মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে সংস্থাটি।

সূত্র : সংবাদ প্রতিদিন।

news24bd.tv কামরুল