সংসদে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস

সংসদে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ নামে একটি বিল পাস হয়েছে।

 

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়।


আরও পড়ুন: সাকিবের ক্ষমা চাওয়া নিয়ে বিতর্কের ঢেউ ভারতেও


বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির প্রেক্ষিতে 'সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।  

এছাড়া, সংসদে পাস হয়েছে ‘কোম্পানি (সংশোধন) বিল-২০২০’ নামে আরো একটি বিল।

বিলটি পাশের ফলে এখন থেকে কোম্পানি রেজিস্ট্রেশনের সময় লোগো রেজিস্ট্রেশনের বিধান তুলে দেয়া হয়েছে। ফলে এখন শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই চলবে। এছাড়া সংসদে পাস হয়েছে 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) বিল ২০২০'।

news24bd.tv নাজিম