বান্দরবানে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বান্দরবানে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, সদর উপজেলার রাজবিলায় ইউনিয়ন থেকে ক্যথুই মারমা নামে এক ব্যক্তিকে ২০১১ সালের ৬ এপ্রিল অপহরণের পর হত্যা করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উবাসিং মারমা (৩৫), সাচি মং মারমা (২৮), মংহ্লাচিং মারমা (৩০), রেজাউল করীম (৩২), উমংপ্রু মারমা (২৯) ও পুলুশে মারমা (পলাতক)।

মামলার দীর্ঘ শুনানি শেষে ১৫ জনের সাক্ষী এবং চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির গ্রহণ করে আদালত।

 

news24bd.tv কামরুল