যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়িয়ে গেল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়িয়ে গেল

অনলাইন ডেস্ক

আমেরিকায় প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে যখন কড়া শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে তখন করোনা ভাইরাস নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গতকাল (বুধবার) পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে দুই লাখ ৫০ হাজার ৫৩৭ জন।

গতকাল দেশটিতে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৬৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আমেরিকায় করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এটিই একদিনে সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড।

আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ১৫ লাখ ২৭ হাজার ৪৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে আমেরিকাই একমাত্র দেশ যেখানে এক কোটির বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে যত করোনারোগী রয়েছে তার প্রতি ২৬ জনের একজন মার্কিন নাগরিক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিস্থিতি এর চেওে খারাপ হতে পারে। করোনার কারণে নিউ ইয়র্ক শহরে আজ থেকে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও জানিয়েছেন, স্কুল আগামী মাস পর্যন্ত বন্ধ থাকবে; এমনকি তার পরেও বন্ধ বাড়তে পারে।

আরও পড়ুন: ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড পেলো বসুন্ধরা পেপার মিলসের ৩ প্রতিষ্ঠান

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর