কিশোর যুবকদের তথ্য টুকে রাখছে পুলিশ

কিশোর যুবকদের তথ্য টুকে রাখছে পুলিশ

কাজী শাহেদ, রাজশাহী:

নগর নিরাপত্তায় তৈরি হচ্ছে তরুণদের ডিজিটাল ডাটাবেজ। বসছে নগরির ৫শ স্পটে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুরো নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন উদ্যোগ। এই উদ্যোগকে ইতিবাচক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

 

অপরাধ ও বিপথগামী হওয়া ঠেকাতে পুলিশ রাজশাহী নগরের কিশোরদের ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি করছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানিয়েছেন কিশোরদের কর্মকাণ্ড নজরদারি, একবার আটক হওয়ার পর নতুন কোনো অপরাধে জড়ালে সহজেই খুঁজে বের করা যাবে তথ্য ভান্ডারের সাহায্যে।  

আরও পড়ুন: 


দুই অভিযানে ৮ ‘জঙ্গি’ সহ যা যা উদ্ধার

রাজধানীর উত্তরা কামার পাড়ায় অবিস্ফোরিত বোমা উদ্ধার


অপরাধী শনাক্তে নগরীতে ক্লোজসার্কিট ক্যামেরা বসিয়েছিল সিটি করপোরেশন। বছর না ঘুরতেই সেগুলো অকেজো হয়ে যায়।

মনিটরিং ব্যবস্থাও ভেঙে পড়ে। এবার পুরো নগরীজুড়ে ক্লোজসার্কিট ক্যামেরা বসানোর পাশাপাশি ২৪ ঘণ্টা মনিটরিংয়ের উদ্যোগ নিয়েছে আরএমপি।

কিশোরদের ডিজিটাল তথ্য ভান্ডার ও ক্লোজ সার্কিট ক্যামেরা অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সব ধরনের অপরাধ প্রবণতা কমাতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। নাগরিকদের ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আরএমপি কমিশনার।

news24bd.tv কামরুল