আসলেন আর জয় করলেন

ডগলাস স্টুয়ার্ট

আসলেন আর জয় করলেন

নাহিদ জিহান

প্রথম উপন্যাস লিখেই বাজিমাত করলেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। ‘শুগি বেইন’ উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার জিতে নিলেন এই ৪৪ বছর বয়সি লেখক।  

নিজের লেখা প্রথম উপন্যাস শুগি বেইন-এর জন্য বুকার পুরস্কার জয় করে নিলেন ডগলাস স্টুয়ার্ট। বৃহস্পতিবার লন্ডনে বুকার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

নিজ শহর গ্লাসগো থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নকারীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ তিনি। পুরস্কার জেতার পর স্টুয়ার্ট তার মা ও সঙ্গীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।


আরও পড়ুন: মাইন্ড এইডের পরিচালক ও মানসিক স্বাস্থ্যের রেজিস্ট্রার কারাগারে


তিনি বলেন,  গেলো ৫০ বছরে দ্বিতীয় স্কটিশ ব্যক্তি হিসেবে এই পুরস্কার পাচ্ছি। যা আমার জন্য অত্যন্ত গৌরবের।

এ বইটির প্রতিটি পাতায় আমার মা রয়েছেন।  

এই পুরস্কারের জন্য এ বছর আরো ৫ লেখককে মনোনয়ন দেয়া হয়েছিলো। স্কটল্যান্ডে এক মদ্যপ মা ও তার ছেলে শুগির কাহিনি ফুটে উঠেছে এই আত্মজীবনীমূলক শুগি ব্রেইন উপন্যাসটিতে। নিউইয়র্ক ভিত্তিক ফ্যাশন ডিজাইনার ডগলাস স্টুয়ার্ট এই পুরস্কার তার মাকে উৎসর্গ করেছেন।

news24bd.tv নাজিম