তুর্কি পণ্য বয়কটের মধ্যে এরদোয়ান-সালমান ফোনালাপ

তুর্কি পণ্য বয়কটের মধ্যে এরদোয়ান-সালমান ফোনালাপ

অনলাইন ডেস্ক

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মূলত সৌদিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্য এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।  

শুক্রবার (২০ নভেম্বর) তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

শনিবার তুর্কি প্রেসিডেন্সি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, এরদোয়ান এবং সালমান সম্পর্কোন্নয়ন এবং বিভিন্ন বিষয় সমাধানে আলোচনার চ্যানেল উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন।

দুই নেতা জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা করেছেন।

এদিকে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জি-২০টির কাঠামোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের বিষয়ে এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন বাদশাহ সালমান।

আরও পড়ুন: পাহাড়ে কয়েক শতাব্দী ধরে চলছে রাজার শাসন!

২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া গত এক বছর ধরে তুর্কি পণ্য আমদানিতে সৌদি আরবে অঘোষিত বয়কট চলছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর