চোট নিয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

চোট নিয়ে মাঠ ছাড়লেন সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলের অনুশীলনে এসে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

আজ রোববার মিরপুর একাডেমি মাঠে  দলের অনুশীলনের ওয়ার্মআপ সেশনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। পরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আপাতত বিশ্রামে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। তাঁর চোটের বিষয়টি জানিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর কোচ সরোয়ার ইমরান।

রাজশাহীর কোচ বলেন, ‘আজ সকালে ওয়ার্মআপের সময় ফুটবল খেলছিল সে। তখন হঠাৎ করে পায়ের গোড়ালিতে ব্যথা পায়।

এরপর আর অনুশীলন করা সম্ভব হয়নি। মাঠের বাইরে নিয়ে আসা হয়। তবে চোট ঠিক কতটা সেটা এখনই বলা যাচ্ছে না। আমাদের ফিজিও জানিয়েছে, আপাতত বিশ্রামে রাখা হবে তাকে। আগামীকাল সকালের আগে কিছু বলা যাবে না। আজ পর্যবেক্ষণে রাখার পর পরিস্থিতি বুঝে পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। ’   

২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের শুরুর ম্যাচেই বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে স্বাভাবিকভাবে বড় ধাক্কা খেল রাজশাহী।

আগামী১৮ ডিসেম্বর পর্দা নামবে বিসিবির আয়োজিত প্রতিযোগিতাটির। শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি দিনে প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

news24bd.tv কামরুল