ধর্ষণ ও খুনের আসামি জামিনে এসে বৃদ্ধাকে ধর্ষণ!

ধর্ষণ ও খুনের আসামি জামিনে এসে বৃদ্ধাকে ধর্ষণ!

অনলাইন ডেস্ক

ভারতের ত্রিপুরায় ধর্ষণ-খুনের আসামি জামিনে ছাড়া পেয়ে ফের ধর্ষণ করেছে। তবে এবার ধর্ষণ করেছে ৭০ বছরের বৃদ্ধাকে।

অভিযুক্তের বিরুদ্ধে এর আগে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়। জানা যায়, তিনি ৫৬ বছরের এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়।

তার যৌন লালসার শিকার  কয়েক মাস আগে জামিনে ছাড়া পায় ২৫ বছরের ওই যুবক। এরপর প্রতিবেশী বৃদ্ধাকে ধর্ষণ করেন তিনি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধর্ষণের শিকার ওই বৃদ্ধা একাই থাকতেন।

বুধবার রাতে অভিযুক্ত যুবক তাঁকে ধর্ষণ করে। ২০১৭ সালে ৫৬ বছরের এক প্রৌঢ়াকে ধর্ষণ-খুনের মামলায় তিন বছরে জেলে কাটিয়ে মে মাসে জামিন পেয়ে বাইরে আসে।

স্থানীয় পুলিশ অফিসার জানান, বৃদ্ধা ধর্ষণের তদন্তের সময় তার অতীতের অপরাধ সামনে আসে।

চলতি নভেম্বরের শুরুতেই ত্রিপুরার উত্তরের জেলায় নবতিপর বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠে ৩০ বছর বয়সের ওই যুবকের বিরুদ্ধে। খবর এই সময়ের

মঙ্গলবারই রাজ্যের উনাকোটি জেলায় হাসপাতালের ইনটার্নকে অপহরণ ও হেনস্থার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

প্রতিদিন গড়ে ৮৭ ধর্ষণ, দেশেটির নাম ভারত! এই রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) বা জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ৩ লাখ ৭৮ হাজার ২৩৬টি মামলা হয়েছিল।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। সব মিলিয়ে গোটা দেশে নারীদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ৮৬১টি। ২০১৮ সালের নিরিখে বিচার করলে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর