সিগারেট থেকে লাগা আগুনে বাবার পর শিশুকন্যার মৃত্যু

সিগারেট থেকে লাগা আগুনে বাবার পর শিশুকন্যার মৃত্যু

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সিগারেট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে বাবার পর এবার পাঁচ বছরের শিশু মেয়ে দিয়া রানী সরকারেরও মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বাবা-মেয়ের মৃত্যুর পর এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত দীপায়ন সরকারের (৩৫) স্ত্রী পপি সরকার (৩০)।

শনিবার রাতে দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় সিগারেটের আগুনে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশুকন্যা দগ্ধ হয়।

এদের মধ্যে প্রথমে শনিবার রাতেই দীপায়ন সরকার হাসপাতালে মারা যান। এরপর রাত সাড়ে ৯টায় মারা যায় তাদের শিশুকন্যা দিয়া রানী সরকার (৫)।


আরও পড়ুন: পান্থপথে গ্যাস লাইনে বিস্ফোরণ: তিতাসের ৩ কর্মীসহ দগ্ধ ৪


পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, দীপায়ন সরকার ধূমপান করতেন। ওই রাতে জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে ঘুমিয়ে পড়েন দীপায়ন।

এতে সিগারেটের আগুন তাৎক্ষণিক ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের তিনজনই দগ্ধ হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর